স্প্রিংগুলো যখন সমান্তরাল অথবা শ্রেণি সমবায়ে

স্প্রিং বলের দুইটা কেস নিয়ে স্টাডি করি চলুন ডিয়ার জনগণ! কেস দুইটার মতো জিনিস আপনারা নিশ্চয়ই বর্তনী সমাধান করতে গিয়ে পেয়ে থাকবেন। যেটা উচ্চমাধ্যমিক পর্যায়ের সিলেবাসে নাই, কিন্তু অন্য নাম-না-জানা কোনো সিলেবাসে অবশ্যই আছে।

স্প্রিংয়ের সমান্তরাল সমবায়


দুটা স্প্রিং সমান্তরালভাবে আছে মানে, দুইটার প্রসারণ একই। কিন্তু স্প্রিং বলটা দুই স্প্রিংয়ে ভাগ হয়ে যাবে। অর্থাৎ, তখন এর সমীকরণ গঠন করতে হবে দুইটা ভিন্ন বলের যোগফল দিয়ে।

F=F₁+F₂
kx=k₁x+k₂x
=> k=k₁+k₂

স্প্রিংয়ের শ্রেণি সমবায়

শ্রেণিতে দুইটা স্প্রিং সংযুক্ত করলে বল তো একই থাকবে, কিন্তু প্রসারণ ভিন্ন হতেই পারে। মানে একসঙ্গে যুক্ত দুই স্প্রিংয়ের ওপর একই পরিমাণ বল প্রযুক্ত হয়েছে। আমরা কি বুঝেছি জনগণ?
x=x₁+x₂
F/k=F/k₁+F/k₂
=> 1/k= 1/k₁+1/k₂

দুইবারই স্প্রিং ধ্রুবক পরিবর্তিত হলো কেন? আরে পাগলা, এটা দিয়েই না সমীকরণ ব্যালেন্স করবি!

Comments

  1. এরকম ans দিলে কি খাতায় এই ভাবেই দিবো 🥴🥴🥴

    ReplyDelete

Post a Comment