বিন্যাস ও সমাবেশের সম্ভাব্য প্রশ্নগুলো

একটা উদাহরণের সাহায্যে দেখানো যাক।
EQUATION শব্দটিকে নিম্নরূপে কত প্রকারে সাজানো যায়—
1. সবগুলো বর্ণ নিয়ে (40320)
2. যেকোনো চারটি বর্ণ নিয়ে (1680)
3. চারটি বর্ণ নিয়ে, প্রথমে Q রেখে (210)
4. চারটি বর্ণ নিয়ে, শেষে N রেখে (30)
5. চারটি বর্ণ নিয়ে, যেখানে সবসময় Q থাকবে, N থাকবে না (180)
6. চারটি বর্ণ নিয়ে যেখানে পুনরাবৃত্তিমূলক‌ বিন্যাস থাকবে (4096)
7. চারটি বর্ণ নিয়ে, যেখানে দুই বা ততোধিক একই বর্ণ থাকবে (2416)

8. একটি স্বরবর্ণ ও দুটি ব্যঞ্জনবর্ণ নিয়ে, যেখানে স্বরবর্ণ মাঝে থাকবে (30)
9. সবগুলো বর্ণ নিয়ে, ব্যঞ্জনবর্ণগুলোকে জোড় স্থানে রেখে (2880)
10. সবগুলো বর্ণ নিয়ে, শুরুতে স্বরবর্ণ নিয়ে (25200)
11. স্বরবর্ণ একত্রে রেখে (2880)
12. স্বরবর্ণ একত্রে না রেখে (37440)
13. স্বরবর্ণগুলোর ক্রমের পরিবর্তন না করে (336)
14. স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে (6)
15. স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে (720)


Comments