ফটোভোল্টাইক কোষের কথা


সৌর শক্তিকে সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় এ কোষে। এতে সিলিকন ব্যবহৃত হয়। এবং ইম্পিউরিটিস হিসেবে বোরন এবং ফসফরাস ব্যবহৃত হয়। এ মৌলগুলো সূর্যের আলোর উপস্থিতিতে ইলেক্ট্রন মুক্ত হওয়ার পরিবেশ তৈরি করে। মুক্ত ইলেক্ট্রন চলাচল করে বিদ্যুৎ উৎপন্ন করে। 

ফটোভোল্টাইক কোষ ক্যালকুলেটর এবং পাতাল থেকে পানি তোলার ক্ষেত্রে ব্যবহৃত হয়।      

Comments