সরল দোল গতির অপরিচিতা
y=Acos(ωt+δ)+Bsin(ωt+δ)
আমরা এমনভাবে সরল ছন্দিত স্পন্দন গতির সমীকরণের সমাধান দেখে থাকব হয়তবা! সাধারণত এ সমীকরণ থেকে জানতে চাওয়া হয় বিস্তারের মান কত। কথা হলো, এ সমীকরণ যে সরল দোলন গতির সমীকরণের সমাধান, সেটা জানব কীভাবে?
এটা আসলে সরল দোলন গতির সমীকরণের পরিচিত সমাধান y=a•sin(ωt+δ) থেকে পাওয়া যায়। একে ভেঙে লেখা যায়
y
=a(sinωt•cosδ+cosωt•sinδ)
=(acosδ)sinωt+(asinδ)cosωt
=Asinωt+Bcosωt [ধরেছি, acosδ=A, asinδ=B]
আমরা ফর্ম্যাটে নিয়ে আসলাম। আসল কাজ এখন সোজা।
A²+B²=a²(cos²δ+sin²δ)
∴a=√(A²+B²)
এটাই কাঙ্ক্ষিত বিস্তার। বিস্তারকে ধনাত্মক ধরা হয়।
উদাহরণস্বরূপ:
y=4cos(50t)+3sin(50t) সরল দোল গতিসম্পন্ন কোনো কণার সমীকরণ হলে বিস্তার কত?
5 unit
Comments
Post a Comment