খণ্ড স্প্রিংগুলোর স্প্রিং ধ্রুবক
কোনো এক শীতের বিকেলে একটা স্প্রিংকে তুমি 2:3 অনুপাতে বিভক্ত করলে। বিভক্ত প্রতিটি অংশই হবে পরস্পরের সাথে সমান, এটা সহজেই অনুমেয়।
∴k'=5k
অর্থাৎ স্প্রিং ধ্রুবক বেড়ে গেল!
এখন প্রতিটি অংশের জন্য তোমাকে স্প্রিং ধ্রুবক বের করতে হবে।
আচ্ছা, প্রতিটা অংশকে পরপর জুড়ে দিলেই তো আবার আগের গোটা স্প্রিংটাকে ফিরে পাবো, তাই নয় কি? পরপর জুড়ে দেওয়ার ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক নির্ণয়ে আমরা আগের পোস্টে শ্রেণি সমবায়ের ধারণা কাজে লাগিয়েছি। এখানেও তাই হবে। অর্থাৎ প্রতিটা ছোট ছোট স্প্রিং ধ্রুবকের সমষ্টি হবে বড় স্প্রিং ধ্রুবকের সমান।
1/k=(1/k')(2+3)∴k'=5k
অর্থাৎ স্প্রিং ধ্রুবক বেড়ে গেল!
Comments
Post a Comment