বিসর্গের ব্যবহার এবং অন্যান্য
যতদূর দেখেছি ও জেনেছি, লেখার সময় কেবলমাত্র বিসর্গই (ঃ) দুটো শূন্য দিয়ে লেখা হয়। যেমন- আন্তঃআণবিক।
অনুপাত আর কোলন লেখা হয় দুটো ডট দিয়ে। যেমন, বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত ১০:৬।
আরেকটা কথা, আমরা অনেকেই বলি ব-য়ে শূন্য র, ড-য়ে শূন্য ড়। এটা ভুল। কারণ ব, ঢ কিংবা ড এর নিচে আমরা আদৌ কোনো শূন্য বা গোল কিছু দিই না। ছাপার অক্ষর দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এগুলোর শুদ্ধ উচ্চারণ এমন—
ড-য়ে বিন্দু ড়
ঢ-য়ে বিন্দু
ব-য়ে বিন্দু র
আমরা নিশ্চয়ই পরবর্তীতে শুধরে নেব!
Comments
Post a Comment