পুনঃশিলীভবন (Regelation)

দুইটা জিনিস মাথায় রাখলেই পুনঃশিলীভবনের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর নিয়ে বিভ্রান্তি থাকে না- এই বিষয়টা খেয়াল করেছি-
*109 cc বরফ গলে 100 cc পানি হয়
*আর নবম-দশম শ্রেণির ঐ উদাহরণটা- কী হচ্ছে? চাপ দিলে দুই খণ্ড বরফ এক হয়ে যাচ্ছে, তার মানে আমরা কী বুঝলাম?-
বরফের ওপর চাপ বাড়ানো হচ্ছে,
আর যেহেতু এক হয়ে যাচ্ছে, তার মানে গলনাঙ্ক কমে গিয়েছে (0°C এর কম)। এখন আমরা বলতেই পারি-
যেসব কঠিন বস্তু তরলে রূপ নিলে আয়তনে কমে, চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক কমে। ডিপ ফ্রিজে বোতলভর্তি পানি রাখলে কী হয় সেটা একবার চিন্তা করি।

মোমের ক্ষেত্রে বিষয়টা উল্টো। বরফ আর মোম- এই দুই দিয়েই বিষয়টা মনে রাখতে পারি।

পুনঃশিলীভবনের ইংরেজি হলো Regelation. এটা বের করতে গিয়ে রক্ত পানি হয়ে গেছে। মজার ব্যাপার, শব্দটা Bangla Academy English-English (2015 Edition), Merriam Webster বা OALD (9th Edition) কোথাও নাই! শব্দটা এতই দুর্লভ, গুগলও সাজেশন দেখায়!

Comments