প্রত্যায়নী না প্রত্যানয়নী?

পদার্থবিজ্ঞান বইয়ের একটা টার্ম নিয়ে কথা বলি, যেটা 'প্রত্যানয়নী বল' হবে, প্রত্যায়নী না।

প্রত্যায়ন – বিশ্বাস জন্মানো
প্রত্যয়ন– প্রত্যয় বা বিশ্বাস সৃষ্টি (attestation)
প্রত্যানয়ন – ফিরিয়ে আনা
যেহেতু স্প্রিংয়ের নিজের বল আগের অবস্থায় ফিরিয়ে আনে, তাই এটা সন্দেহাতীতভাবে 'প্রত্যানয়নী বল'। ইংরেজিতে বলে Restoring Force.

Comments